Skip links

হাজী মোহাম্মদ আব্দুল মোছাব্বির সিটি

শিক্ষা এবং স্বাস্থ্য নগরী


হাজী মোহাম্মদ আব্দুল মোছাব্বির সিটি


একটি প্রত্যন্ত গ্রাম কে,এম,টিলা কে শহরে রূপান্তরের কারিগর বৃটিশ বাংলাদেশী স্বনামধন্য ব্যবসায়ী স্যার এনাম উল ইসলাম (Doctor of Business Administration)  যার হাত ধরে এবং তার ব্যক্তিগত অর্থায়নে Bangladesh এর একটি গ্রামকে উন্নত ও সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক শহরে রূপান্তরের এক বাস্তব দৃষ্টান্ত। হাজী মোহাম্মদ আব্দুল মোছাব্বির সিটি

অনেকটা স্বপ্নকে সত্যিকারভাবে রূপান্তরিত করার এক গল্প, যে গল্পটি তৈরী করেছে ৭,৫০০ মানুষের কর্ম সংস্থান। মানুষের মৌলিক চাহিদার (৫) পাঁচটি ধাপের সবগুলই এই শহরে বিদ্যমান।

এই শহরের মূল প্রতিপাদ্য শিক্ষা ও স্বাস্থ্য।

এক নজরে দেখা যাক শিক্ষা ও স্বাস্থ্য নগরী কেন বলা হচ্ছেঃ-

শিক্ষাঃ- বাংলাদেশের মানুষ অতি উৎসাহের সাথে পড়ালেখা করার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে এবং তার জন্য গুনতে হচ্ছে বড় অংকের খরচ  এবং সাথে সাথে বাংলাদেশ হারাচ্ছে শত শত কোটি ডলারের বৈদেশিক মুদ্রা এবং দেশের স্বার্থকে সামনে রেখে এই শহরে তৈরী হচ্ছে ইংলিশ মিডিয়াম, প্রাইমারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা ও আন্তর্জাতিক মান সম্পন্ন University যার এফিলিয়েট হয়েছে UK University সাথে। তার পাশাপাশি রয়েছে নার্সিং শিক্ষা যেখান থেকে নার্সিং পাশ করার পর সুযোগ রয়েছে বিদেশে গিয়ে কাজ করার সুবিধা। আরও রয়েছে ব্যতিক্রমধর্মী মেডিকেল ইকুইপমেন্ট চালানো শিখানোর জন্য দক্ষ কারিগর তৈরীর ইনস্টিটিউট।

মোটামুটি এই শিক্ষা শহরে আপনি প্রাইমারী থেকে PHD পর্যন্ত সম্পূর্ন করতে পারেন।

স্বাস্থ্যঃ বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ চিকিৎসা সেবার জন্য প্রত্যেক বৎসর দেশের বাহিরে গিয়ে থাকেন তাতে করে সত্যিকারের একটি বিশাল ফরেন রিজার্ভ দেশের বাহিরে চলে যায়। এই  অর্থকে দেশের মধ্যে রাখতে এবং সাথে সাথে গ্রামের মানুষের চিকিৎসা সেবাকে সহজ এবং সাধ্যের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের হাসপাতাল।

হাসপাতালের ডাক্তার চিকিৎসকরা আসবেন বিভিন্ন ইউরোপের দেশ থেকে এবং প্রাথমিক অবস্থায় নার্সদেরও নিয়োগ হবে  ফিলিপাইন থেকে।

সুলভমূল্যে চিকিৎসার পাশাপাশি থাকছে মরণ ব্যাধি ক্যান্সার ও হার্টের চিকিৎসা ব্যবস্থা। এই শিক্ষা ও স্বাস্থ্য নগরী বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্যে এক বিরল উদাহরণ হয়ে থাকবে।

Sir Anamul Islam Foundation


পৃথিবীর এই স্বপ্নীল আঙ্গিনায় যুগে যুগে কিছু গুনী মানুষের আগমন ঘটে যাঁদের আলোয় উদ্ভাসিত হয় আমাদের সমাজ। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও যাঁরা ভাবেন স্বদেশের মাটি ও মানুষকে নিয়ে। বিপন্ন মানুষের আর্তনাদে যাঁদের মন কাঁদে। স্যার এনাম উল ইসলাম তাঁদেরই একজন। একজন মানবদরদী মানুষ। জীবনের নানান চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজ একজন সফল মানুষ।

ক্ষণজন্মা এই প্রবীণ পুরুষ ১৯৬৭ সালে আধ্যাত্মিক নগরী সিলেটের ফেঞ্চুগঞ্জে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা- হাজী মো. আব্দুল মছব্বির, দাদা হাজী আব্দুল জলিল, উনার পিতা – সৈয়দুল্লাহ খান, উনার পিতা- হাজী সলিমুল্লা খান [প্রথম হাজী সিলেট অঞ্চল] ২ বার হেঁটে হজ্জ পালন করেন। এবং উনার পিতা- মো. আলী খান।

দাদা হাজী মোঃ আব্দুল জলিল ১৯০৫ সালে ইংল্যান্ডে যান এবং ১৯০৭ সালে তিনি ইংল্যান্ডে Luton শহরে একটি চারতলা বাড়ীর মালিক হন। কথিত আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রথম  UK তে যান  তখন তাঁর এই LUTON – এর বাড়ীতে রাত্রী যাপন করেন।


স্যার এনাম উল ইসলাম ১৯৭৯ সালে সিলেটের দক্ষিণ ফেঞ্চুগঞ্জে অবস্থিত ব্রাক্ষণগ্রাম প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক স্তর শেষ করেন। ১৯৮৪ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত কাছিম আলী উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং ১৯৮৬ সালে সিলেট এম.সি কলেজ (সিলেট বিশ্ববিদ্যালয় কলেজ) থেকে HSC সম্পন্ন করেন। অত:পর উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পারি জমান এবং সেখানের বিশ্ববিদ্যালয় থেকে BSC ও MBA ডিগ্রী অর্জন করেন।
অবশেষে DBA(DOCTOR OF BUSINESS ADMINISTRATION) অর্জন করেন।

কর্ম জীবনে তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং শিল্পপতি। ব্যক্তি জীবনে তিনি চার সন্তানের জনক। সংসার জীবনে তাঁকে ছায়া দিচ্ছেন সহধর্মিণী সৈয়দা সাজিয়া ইসলাম।

স্যার এনাম উল ইসলাম ব্যবসার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন সদস্য। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সিলেট এম.সি কলেজ (সিলেট বিশ্ববিদ্যালয় কলেজ) শাখার সদস্য হন। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে ১৯৮৭ সালে যুক্তরাজ্য আওয়ামীলীগ ম্যানচেস্টার শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন এবং পরের বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

তিনি আজন্ম দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চান। তাঁর স্বপ্ন সত্যি হোক।

UK -তে তার ব্যবসার মধ্যে রয়েছে, স্বাস্থ্য খাতে ব্যবসা, খামার, হাউজিং, রেষ্টুরেন্ট এবং বাসাবাড়ী। তিনি ইংল্যান্ডের একজন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা।

 

Our Main Projects

Haji Md. Abdul Masabbir City
Sir Anam Ul Islam Foundation
Haji Md. Abdul Jalil Grand Mosque
Sir Anamul Islam Specialized Hospital (City of Health Care)
Sir Anam International University
Sir Anam Ul Islam Islamic Research & Technical Institute
Ibtida & Kaynath Medical Technology Institute (IKMTI)
Syeda Sajia Islam Institute of Nursing
Inqiyad Grammar School and College
I & S Happy Kids Primary School
Sir Anamul Ul Islam Convention Hall (SAICN)
Zahanara Centre for Women's
Zest International Hotel
Zest Snacks & Sweets
Zest Grill Restaurant

Other Projects

Itmam & Inqiyad Nikathon

Shopping Mall

Explore
Drag