Skip links

Inqiyad Grammar School and College

We embrace holistic development within our sectors.

আজকের যগু তথ্য প্রযুিক্তর যুগ। এই যুগে শিক্ষার কোন বিকল্প নেই। ভবিষ্যতে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে যে যাত্রা শুরু করে ছিলেন তা এখন পুরোপুরি সফল তার দ্বার প্রান্তেউপনীত। সেই দৃষ্টিতে জনগণের দোর গোড়ায় শিক্ষা সেবাকে পৌছে দেওয়ার জন্য স্যার এনামলু উল ইসলাম গ্রামার স্কুল এন্ড কলেজ অগ্রণি ভূমিকা পালন করবে। (ইনশাআল্লাহ) “আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সঠিক ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এম জেক স্কুল ছাত্র/ছাত্রীদের সুশিক্ষার জন্য সকল রকম কার্যক্রম নিরলস ভাবে করে যাচ্ছে। সম্মানীত অভিভাবক আপনার সঠিক সিদ্ধান্ত সন্তানের জীবনে বয়ে আনতে পারে সর্বোচ্চ সাফল্য।

* প্রশস্ত ক্যাম্পাস ও নিরিবিলি পরিবেশ।

* ইংরেজী, গণিত, বিজ্ঞানসহ প্রতিটি বিষয়ের জন্য পৃথক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক।

* শিশুদেরকে মাতৃেত্তের সাথে পাঠদান করা।

* লেখাপড়ার মান উন্নয়নের জন্য অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ।

* নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা ও মাসিক টিউটেরিয়াল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা।

* দর্বূলদের প্রতি বিশেষ গুরুত্ব, গরিব ও মেধাবীদের জন্য বিশেষ ছাড়।

* ধর্মীয় শিক্ষায় অধিক গুরুত্ব প্রদান করা।

* পাঠদানে উৎসাহ প্রদানের জন্য সাপ্তাহিক/ মাসিক/ মল্যূায়ন পরীক্ষার নিয়মিত পুরস্কার প্রদান করা

* ২৪/৭ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত

* শিতাতপ নিয়ন্ত্রিত

* Wi-Fi সুবিধা

* গাড়ি পার্কিং সুবিধা

* স্থায়ী সাব-স্টেশনও জেনারেটর

Explore
Drag